Sobujbangla.com | বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায়।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায়।

  |  ১৬:৪৪, অক্টোবর ১৫, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নিজ বাড়ীর প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মাধবপুর থানার এসআই মোঃ বুলবুল ও এসআই শুভ দে এর নেতৃত্বে একটি পুলিশ চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জানাজা নামাযে উপজেলা সহকারী বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক হাজী উলিউল্লা সহ এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গত শুক্রবার রাত্র ৯টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও ২ পুত্র ও ৯ মেয়ে রেখে যান। পরে হাড়িয়া গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ