Sobujbangla.com | প্রধানমন্ত্রী বলেন, দুর্ভিক্ষ এড়াতে খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে হবে।
News Head

প্রধানমন্ত্রী বলেন, দুর্ভিক্ষ এড়াতে খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে হবে।

  |  ১৯:৩৪, অক্টোবর ১২, ২০২২

সহসাই থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ,ফলে দুর্ভিক্ষে পড়তে পারে বিশ্বের অনেক দেশ। সেই অবস্থা এড়াতে আবারো খাদ্যপণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কারখানা স্থাপন না করারও আহবান জানান তিনি। কৃষিখাতে বিশেষ অবদান রাখায় প্রতি বছর দেয়া হয় ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’। এবার ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের জন্য,এই পুরস্কার পেলেন ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। রাজধানীর ওসমনী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার বিতরন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার সব সময় কৃষিকে গুরুত্ব দিয়ে আসছে। এজন্য, বৈশ্বিক সংকটের সময়েও ভর্তুকি অব্যহত রয়েছে। প্রধানমন্ত্রী বলেন,করোনার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আর এতে নতুন করে সংকটে পুরো বিশ্ব। বেড়েছে জ্বালানী, নিত্যপণ্য এবং সারের দাম। চাহিদামত খাদ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। তাই এই চাহিদা পুরনে উৎপাদন বাড়াতে বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার সব সময় খাদ্যে সয়ংসম্পূর্ণ হওয়ার নীতিতে বিশ্বাসী উল্লেখ করে, প্রধানমন্ত্রী বলেন বিএনপি সব সময় অন্যের প্রতি নির্ভরশীল ছিলো। কৃষিপণ্য উৎপাদন বাড়িয়ে তা যেন রপ্তানী করা যায় সেদিকে নজর দেয়ার আহবান প্রধানমন্ত্রীর। সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ