Sobujbangla.com | সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

  |  ১৮:৫০, অক্টোবর ১২, ২০২২

গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-কিশোরগঞ্জের নিকলি উপজেলার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪০), সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিওপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৩) ও গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়নের বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো. হারুন রশিদ(৩২)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফুলসাইন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, রাতে উপজেলার ফুলসাইন্দ এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ঘর ভাঙ্গা ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতিসহ বিভিন্ন গাড়ি চাবি ছাড়া চালু করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। পরে সিডিএমএস রেকর্ড যাচাই বাছাই করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ একাধিক মামলার তথ্য পাওয়া যায়। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ