স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন র্যাব সবসময় সংস্কারের মধ্যে আছে।
র্যাব সবসময় সংস্কারের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন দিয়েছে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (২ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে মানবপাচার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। শনিবার (১ অক্টোবর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের বলেন, র্যাবের সংস্কারের কোন প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে র্যাব সংস্কারের বিষয়ে তারা কোনো প্রতিবেদন পাননি বলেও গণমাধ্যমকে জানান তিনি। তবে সেই মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেয়া হয়েছে এবং তাতে যুক্তরাষ্ট্র যা বলেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখানে র্যাবের কোনও ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখা হবে এবং র্যাবে সবসময়ই সংস্কার চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব একটি এলিট ফোর্স। সরকার সময় সময় তাদের বিশেষ কিছু দায়িত্ব দিয়ে থাকে। যদি কেউ ভুল কাজ করে থাকেন, আমাদের কাছে যেসব প্রতিবেদন আসছে, সেগুলো আমরা স্টাডি করছি। ব্যক্তিগতভাবে কারও সম্পৃক্ততা যদি থাকে সেগুলো আমরা দেখছি।’ সংস্কার ও জবাবদিহিতার ক্ষেত্রে সরকারের অবস্থান কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব যখন তৈরি হয় তখন যুক্তরাষ্ট্রই তাদের প্রশিক্ষণ দিয়েছে। র্যাব যদি কোনও ভুলভ্রান্তি করে থাকে, তা অবশ্যই দেখা হবে। তিনি বলেন, যারাই অন্যায় করছে, র্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ ও র্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সব সময় কার্যকর ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।