সুবিচার নিশ্চত করা আইনের উদ্দেশ্যই হল।
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, একজন বিচারক ক্রিকেটের আম্পায়ারের মত কাজ করেন। ঠিক তেমনী একজন আইনজীবীও তার কাঙ্গিত ফলাফল লাভের জন্য শুনানীতে অংশগ্রহণ করেন। এভাবে বিচারক ও দক্ষ আইনজীবীর মাধ্যমেই গড়ে উঠে শক্তিশালী বিচার ব্যবস্থা। আইনের উদ্দেশ্যই হল সফলতা ও স্বার্থকতার মাধ্যমে সুবিচার নিশ্চত করা। তাই আইনের শাসন নিশ্চিত করতে হলে বিচারক ও আইনজীবীকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এর সুফল ভোগ করবে বিচার প্রার্থী জনগণ। রোববার সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হকের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট শাবানা ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।