Sobujbangla.com | প্রধান বিচারপতির কাছে অভিযোগ নির্বাচনী সভায় বিচারপতি কেন?।
News Head

প্রধান বিচারপতির কাছে অভিযোগ নির্বাচনী সভায় বিচারপতি কেন?।

  |  ১৮:৫৫, সেপ্টেম্বর ২৯, ২০২২

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের প্রচারণায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার অংশ নেয়ায় প্রধান বিচারপতির কাছে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে আবেদন জমা দিয়েছেন বিএনপিপন্থী ছয় আইনজীবী।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) বিএনপিপন্থী ওই ছয় আইনজীবী উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির কাছে এ আবেদন জমা দেন।
তাদের অভিযোগ, গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে তিনি বিচারপতি হয়েও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন, যা পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়া প্রকাশ পেয়েছে। তাই এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান অন্য আইনজীবী ও বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান।
আগামী ১২ অক্টোবর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ