Sobujbangla.com | দেশে নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনো আছে: বিদায়ী আইজিপি
News Head

দেশে নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনো আছে: বিদায়ী আইজিপি

  |  ১৮:৪৫, সেপ্টেম্বর ২৯, ২০২২

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন: এদেশে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা, তাকে প্রতিপক্ষ বানিয়েছিল। ডিএমপি কমিশনার, র‌্যাব মহাপরিচালক ও আইজিপির মতো গুরুত্বপূর্ন পদে ১২ বছরের দায়িত্ব পালন এবং প্রায় ৩৫ বছরের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। দুপুরে রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে আইজিপি হিসেবে বিদায়ী সংবাদ সম্মেলনে আসেন ড. বেনজীর আহমেদ। তুলে ধরে গত ৩৫ বছর ধরে চলা তার কর্মজীবনের কথা। বললেন- এ সময়ের যত সাফল্য তা সরকার ও জনগণের জন্য অর্জিত হয়েছে। ব্যর্থতার দায়ভার তুলে নিলেন নিজের কাঁধে। কিভাবে এ দেশে নষ্ট রাজনীতির চর্চা হয়, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় তুলে ধরেন। দেশে মানবাধিকার উন্নয়ন এবং মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও প্রশ্নের জবাব দেন তিনি। সম্প্রতি রাজনৈতিক সমাবেশে মৃত্যুর ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিদায়ী আইজিপি বলেন- পুলিশের অস্ত্র দেয়া হয় জীবন রক্ষার জন্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ