Sobujbangla.com | অচেনা পাখি পিঠে মিললো ডিজিটাল ডিভাইস কক্সবাজারে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

অচেনা পাখি পিঠে মিললো ডিজিটাল ডিভাইস কক্সবাজারে।

  |  ২০:৪৮, সেপ্টেম্বর ২৬, ২০২২

কক্সবাজারের মহেশখালীতে একটি পাখি ধরা পড়েছে যার পিঠে বাধা রয়েছে একটি ডিভাইস। পাখিটি কোন প্রজাতির এবং কোথা থেকে এলো সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। 
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ধলঘাঁটার ৮ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজ থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় এক যুবক। 
ধলঘাঁটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান জানান, সোমবার বিকেলে পাখিটি ব্রিজের ওপর বসেছিল। তখন স্থানীয় যুবক নোমান পাখিটি ধরে ফেলেন। ধরার পর নোমান দেখতে পান পাখিটির পিঠে একটি ডিভাইস বাধা আছে। 
এ সময় নোমানের সন্দেহ হয় এবং তিনি পাখিটি চেয়ারম্যানের কাছে নিয়ে যান। 
চেয়ারম্যান কামরুল আরও বলেন, তিনি পাখিটি নিয়ে দেখেন ক্যামেরা যুক্ত ডিভাইস পিঠে শক্ত করে বাধা। তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাখিটি উনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানের হেফাজতে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষানিরীক্ষা করে দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ