Sobujbangla.com | সিলেটে, সুনামগঞ্জে যুবদলের সাথে পুলিশের হাতাহাতি
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেটে, সুনামগঞ্জে যুবদলের সাথে পুলিশের হাতাহাতি

  |  ২০:৪৩, সেপ্টেম্বর ২৪, ২০২২

মুন্সিগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যা ও সারাদেশে নেতা কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের মিছিলে দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে যুবদলের মিছিলে পুলিশ বাঁধা দিলে এঘটনা ঘটে। জেলা যায়, সুনামগঞ্জ জেলা যুবদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেখান থেকে শহরের আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে খামারখাল এলাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে খামারখাল এলাকায় সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কায়েস, জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, সহ সভাপতি আমানুল হক রাসেল, সহ সভাপতি সুহেল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালাচান, অ্যাডভোকেট কামাল হোসেন, নূর আলম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ