Sobujbangla.com | সেরা উৎসব এটি দাবি প্রতিমন্ত্রীর।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সেরা উৎসব এটি দাবি প্রতিমন্ত্রীর।

  |  ১৯:৫৪, সেপ্টেম্বর ২১, ২০২২

নেপালে অনুষ্ঠিত ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২’এ বাংলাদেশ জাতীয় নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকায় এসে পৌঁছায়। অবিস্মরণীয় এ বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয় নারী  ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাজসিক অভ্যর্থনা জানানো হয়েছে । বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন । দেশে ফেরার পর বিমানবন্দরে কেক কেটে মিস্টি খাইয়ে ও ফুলের মালা দিয়ে সাফজয়ী নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান নিজেই সাবিনা-কৃষ্ণাদের মালা পরিয়ে দেন। এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয় ফুটবলাররা। বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে নেওয়া হয় খেলোয়াড়দের । বাফুফে ভবনে ফুটবলারদের আরেকবার সংবর্ধনা প্রদান করা হয়।  বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সানজিদার স্ট্যাটাসের প্রেক্ষিতে আমরা এই আয়োজন করতে পেরেছি। আমার জীবদ্দশায় দেখা বড় উৎসব ছিল আজ। সারা দেশবাসী এই উৎসবে সামিল হয়েছে। ভবিষ্যতে আরো বড় সফলতা ধরা দিবে এই মেয়েদের হাতে ধরে। তিনি আরও জানান, আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রী আমাকে মেসেজ দিয়েছেন। মেয়েদের খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আমেরিকায় ব্যস্ত সফরে থাকলেও এরই মধ্যে তিনি কয়েকটি মেসেজ দিয়েছেন। মেয়েদের এ সাফল্যের পেছনে মাননীয় প্রধানমন্ত্রী এর অসীম অনুপ্রেরণা ও সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ