নারায়ণগঞ্জ, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও আত্মহত্যাকে শিক্ষার্থীদের লাল কার্ড।
মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও আত্মহত্যাকে লাল কার্ড দেখিয়েছেন নারায়ণগঞ্জের ৫০০ শিক্ষার্থী। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মাদক, বাল্য বিবাহ, কিশোর অপরাধ ও আত্মহত্যা রোধ এবং নৈতিক মানবিক মূলবোধ জাগ্রত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, ধর্ষন, ইভটিজিং ও কিশোর অপরাধ এখন মহমারীর আকার ধারণ করেছে। সকলের প্রচেষ্টায় এটা রোধ করা সম্ভব। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও আত্মহত্যাকে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমী হতে শপথ নেন। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও নারায়গঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়গঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা, নারায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান সাদিক , লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, কলেজের শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ।