ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল।
সাফের ৬ষ্ঠ আসরে কোন দল হবে দক্ষিণ এশিয়ার সেরা, সে লক্ষ্যে প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কাল ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। দুরন্ত সাবিনারা আত্মবিশ্বাসী দেশের ফুটবলের জন্য গৌরব বয়ে আনতে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিকাল সোয়া পাঁচটায় শুরু হবে ফাইনাল ম্যাচ। এই শিরোপা পেলে ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতবে বাংলাদেশ নারী দল। নারী ফুটবলে সানজিদা, কৃষ্ণাদের সাফল্যে সীমাবাদ্ধ ছিলো বয়সভিত্তিক পর্যায়ে। তবে এবার অদম্য সাবিনা-মারিয়ারা জাতীয় দলের জার্সিতেও উজ্জল। নৈপুণ্যের ঝলক দেখাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপে। অধিনায়ক সাবিনা খাতুন এরই মধ্যে দুই ম্যাচে হ্যাটট্রিক করে নিজেকে পরিণত করেছেন গোলমেশিনে। কোচ গোলাম রব্বানী ছোটনের কঠোর প্রশিক্ষণে ফাইনালে আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগ্রেসরা। প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত দশোরথ স্টেডিয়ামের সবুজ গালিচায় পায়ের যাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন সাবিনা, স্বপ্নারা। আনন্দে উল্লসিত করেছেন দর্শক সমর্থকদের। অপ্রতিরোধ্য সাবিনাদের সামনে ফাইনালে শিরোপা জয়ের চ্যালেঞ্জ। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল, যাদের আছে হোম কন্ডিশনের সুবিধা। স্নায়ুচাপটা তাই বেশি বাংলাদেশের। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফাইনালে মাঠে নামার অপেক্ষায় স্বপ্না। ২০১৬ সাফ ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিলো বাংলাদেশ। এবার প্রথম ট্রফি জয়ের ইতিহাস গড়তে মুখিয়ে সাবিনারা। সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে বিদায় করে ফাইনাল নিয়ে আশাবাদী নেপালও। যদিও বাংলাদেশকে সমীহ করছে তারা। সাফে চারবার ফাইনাল খেললেও এখনো শিরোপা অধরা দলটির। আগের পাঁচটি সাফ আসরে দু’দলের মুখোমুখিতে তিনবারই জয় পেয়েছিলো নেপাল।