Sobujbangla.com | ফখরুল: জাতীয় পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

ফখরুল: জাতীয় পার্টির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

  |  ২২:৫৭, সেপ্টেম্বর ১৩, ২০২২

জাতীয় পার্টির সঙ্গে এখনও ফরমাল (আনুষ্ঠানিক) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা যুগপৎ আন্দোলনের আহবান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কী হবে, তা নির্ধারিত হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, আলোচনার দরজা খোলা আছে। রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, যারাই এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো। ফখরুল বলেন, দমন নীতি দিয়ে কোনো সরকারই বেশিদিন টিকে থাকতে পারেনা। এবারও সরকার তাই করছে। বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিজেরা হামলা চালিয়ে উল্টো বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে ফখরুল বলেন, সরকার চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। পুলিশকে বিএনপি প্রতিপক্ষ বানায়নি উল্লেখ করে ফখরুল বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে পুলিশকে ব্যবহার করছে। র‌্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তেমনি সরকারের নির্দেশে মানবাধিকার লঙ্ঘনের কারণে পুলিশের উপরও নিষেধাজ্ঞা আসুক তা বিএনপি চায় না। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারকে পদত্যাগ করতে হবে দাবি করে ফখরুল বলেন, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এরপরেই যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে পার্লামেন্ট গঠন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ