Sobujbangla.com | সিলেটের জেলা প্রশাসক : খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি করতে হবে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

সিলেটের জেলা প্রশাসক : খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি করতে হবে।

  |  ২২:৩৭, সেপ্টেম্বর ১৩, ২০২২

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সারা পৃথিবীতে খাদ্যের যে সংকটের শঙ্কা রয়েছে, তা মোকাবেলায় আমাদের এখনই উৎপাদন বৃদ্ধি করতে হবে। সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সিলেট অঞ্চলে আমাদের কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেচ সমস্যা নিরসনে সব ধরনের সহোযোগিতা দেওয়া হবে। ধানের পাশাপাশি ডাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে হঠাৎ বন্যা, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও সেচ সমস্যার কারণে কৃষিতে পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোলাপগঞ্জে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০ জন কৃষকের মধ্যে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে ঈ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম, সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী পরিচালক প্রতাপ রঞ্জন পাল, সহকারী পরিচালক আনোয়ারুল ইসলামসহ কৃষির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ দুই শতাধিক কৃষক।

এ বিভাগের অন্যান্য সংবাদ