প্রধানমন্ত্রী: রোহিঙ্গারা নিরাপত্তা ও পরিবেশের জন্য হুমকি।
ঢাকায় ‘ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজন্ট’ সেমিনারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সংঘাত বা সংকট সারা বিশ্বেরই উন্নয়নের পথে বড় বাধা। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন: তারা বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক পরিবেশের জন্য হুমকি। ২৭ দেশের প্রতিনিধিদের নিয়ে, ঢাকা অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজন্ট’ সেমিনার। রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে অয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে পারস্পারিক সহযোগিতার উপর জোর দেন। তিনি বলেন, এই সেমিনার আঞ্চলিক বন্ধুত্ব,শান্তি ও স্থীতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বললেন, গত ৫ দশকে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ঠ উন্নতি করেছে। কিন্তু টেকসই উন্নয়নে যুদ্ধ বা সংঘাতকে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। ২৭ দেশের উর্দ্ধতন সেনা কর্মকর্তাদের এই সেমিনারে রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মিয়ারমারের ১২ লাখ বাস্তুচ্যুত নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। যারা এখন নিরাপত্তা ও পরিবেশের জন্য হুমকি। আঞ্চলিক স্থিতিশলতার জন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষার নীতির কথা এই সেমিনারে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু আঞ্চলিক নয়, জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষায়ও আগ্রনী ভুমিকা পালন করছে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা।