Sobujbangla.com | মাইক্রোবাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

মাইক্রোবাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

  |  ২২:২০, সেপ্টেম্বর ১২, ২০২২

রাজধানীর তেজগাঁও এলাকায় বিজিপ্রেসের সামনে স্কুলছাত্র আলী হোসেন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ঘাতক মাইক্রোবাসটিকেও।  গাড়িটির গতি, চালক ও গাড়ির লাইসেন্সে অনিয়ম ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।  রোববার সকাল সোয়া সাতটার দিকে বিজি প্রেসের সামনে বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি মাইক্রোবাস।  অনেকগুলো সিসিটিভি ছবি ধরে অনুসন্ধানের পর মাইক্রোবাসটির খোঁজ পায় পুলিশ। ঘটনার রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন আলী হোসেনের বাবা আজমীর হোসেন।  সেই মামলায় সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাস চালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।  সোমবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।  তিনি বলেন, তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়। গাড়িটিতে সরকারের রাজস্ব বিভাগের স্টিকার লাগানো ছিল। এর মালিকানা ও কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, সোমবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বিজয় সরণি মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর ফার্মগেট মূল সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি পালন শুরু করেন সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।  পরে আরও কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে ফার্মগেট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় সরণি মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সব কটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ