Sobujbangla.com | গোলাপগঞ্জে সাত পরোয়ানা ভূক্ত আসামি গ্রেপ্তার।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

গোলাপগঞ্জে সাত পরোয়ানা ভূক্ত আসামি গ্রেপ্তার।

  |  ২০:২৪, সেপ্টেম্বর ০৯, ২০২২

গোলাপগঞ্জ থানায় ৭ পরোয়ানা ভূক্ত আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের মো: তাজু আহমদের ছেলে মো: সেলিম আহমদ (সাজা পরোয়ানা ভূক্ত), শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের কয়েছ আহমদের স্ত্রী মোছা: রেশমা বেগম(৪৪), মৃত হাজী কুরবান আলির ছেলে কয়েছ আহমদ (৪৬), ঢাকাদক্ষিণ কানিশাইল গ্রামের জামাল আহমদের ছেলে জাহিদুল ইসলাম, আহমদ আলীর ছেলে বেলাল আহমদ মনা, আমিন আলির ছেলে কামরান আহমদ ও ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লাগ্রামের মৃত ফরিজ উদ্দিনের পুত্র রাহাদ আহমদ। পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামে সার্বিক দিক নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের সমন্বিত অভিযানে এই ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১ জন সাজা পরোয়ানাভূক্ত আসামী সহ মোট ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ