Sobujbangla.com | রাশিয়ার তেলের মূল্য বেঁধে দিতে একমত জি-৭,,
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

রাশিয়ার তেলের মূল্য বেঁধে দিতে একমত জি-৭,,

  |  ২১:৩৫, সেপ্টেম্বর ০২, ২০২২

রাশিয়ার কাছ থেকে আমদানি করা তেলের মূল্য বেঁধে দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাশিয়ার জন্য ইউক্রেনে যুদ্ধে ব্যয় নির্বাহ কঠিন করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি।  জোটের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেন, অপরিশোধিত ও পেট্রোলজাত পণ্যের মূল্য বেঁধে দেওয়ার ফলে বৈশ্বিক জ্বালানির মূল্যও কমবে। জি-৭ বলেছে, যতদিন প্রয়োজন ততদিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব। অপরদিকে রাশিয়া বলেছে, যেসব দেশ মূল্য বেঁধে দেবে সেগুলোর কাছে তেল বিক্রি করবে না তারা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেসব দেশ মূল্য বেঁধে দেবে রুশ তেল গ্রহণকারী দেশের তালিকায় তারা থাকবে না। জি-৭ জোটে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। এই দেশগুলো বিশ্বের বৃহত্তম ও উন্নত সাতটি দেশ। বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার নেতৃত্বে রয়েছে এই জোট। জোটের মন্ত্রীরা আরও বলেছেন, সংঘাতের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে প্রভাব কমিয়ে আনতে চান তারা। রুশ তেলের মূল্য বেঁধে দেওয়ার অর্থ হলো, যেসব দেশ এই নীতি মানবে তারা রাশিয়ার কাছ থেকে তেল ও পেট্রোলজাত পণ্য সাগর পথে আমদানি করতে পারবে কেবল ওই বেঁধে দেওয়া মূল্য অথবা এরচেয়ে কম দামে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বে তেলের দাম বেড়েছে এবং তা এখনও চড়া। এর ফলে দেশটির রফতানির পরিমাণ কমলেও জীবাশ্ম জ্বালানি থেকে আয় বেড়েছে।  

এ বিভাগের অন্যান্য সংবাদ