Sobujbangla.com | এক বছরে দেশে ঘুষের পরিমাণ ১০ হাজার ৮৩০ কোটি টাকা (ভিডিও)।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

এক বছরে দেশে ঘুষের পরিমাণ ১০ হাজার ৮৩০ কোটি টাকা (ভিডিও)।

  |  ২০:১৭, আগস্ট ৩১, ২০২২

সেবা খাতে দুর্নীতি ওপেন সিক্রেট হলেও এতে লাগাম টানা যাচ্ছে না। এ বিষয়ে দুই-তিন বছর পরপর এ পর্যন্ত ৯টি জাতীয় খানা জরিপ গবেষণার ফল প্রকাশ করেছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। বুধবার (৩১ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গবেষক ফারহানা রহমান জরিপের তথ্য তুলে ধরেন। এই দফায় ১৭টি সেবাখাতে দুর্নীতি ও হয়রানি নিয়ে গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সারা দেশে খানা জরিপের তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি। এতে দেখা যায়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা নিতে দুর্নীতির শিকার হয়েছে প্রায় ৭১ শতাংশ খানা। প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে প্রায় সাড়ে ৬ হাজার টাকা। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা সংস্থা। তাদের দুর্নীতির শিকার ৭৪ দশমিক ৪ শতাংশ খানা। তালিকায় পরের খাতগুলো হলো পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, বিচারিক সেবা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং ভূমিসেবা। টিআইবি জরিপে অংশগ্রহণকারী ৭২ শতাংশ মনে করেন ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। ২০২০ সালের ডিসেম্বর থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত এক বছরে ঘুষের পরিমাণ ছিল ১০ হাজার ৮৩০ কোটি টাকা। ২০১৭ সালের তুলনায় ২০২১ সালে দুর্নীতি বেড়েছে, স্থানীয় সরকার, বিমা, ব্যাংক, এনজিওতে। তবে কমেছে শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ও গ্যাস খাতে। টিআইবির পরিচালিত জরিপের সময়ে শহরের চেয়ে বেশি ঘুষের শিকার হয়েছেন গ্রামের মানুষ। কিন্তু দুর্নীতির অভিযোগ করা হলেও ৭২ শতাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে দুর্নীতিতে কিছুক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। বিচারিক খাতের দুর্নীতিও উদ্বেগজনক। যারা অনিয়ম করছেন, তারা ঘুষকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। যারা দিচ্ছেন তারা জীবনযাপনের অংশ করে নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ