Sobujbangla.com | হুঙ্কার বন্ধ করে শেখ হাসিনার জন্য কাজ করেন: শামীমকে আইভী।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

হুঙ্কার বন্ধ করে শেখ হাসিনার জন্য কাজ করেন: শামীমকে আইভী।

  |  ২০:১৮, আগস্ট ৩০, ২০২২

সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনের বছরে আপনি অ্যাক্টিভ হয়ে যান। আপনার এই হুঙ্কার বন্ধ করে শেখ হাসিনার জন্য কাজ করেন, জনকল্যাণে কাজ করেন। তা নাহলে আপনার অবস্থান কিন্তু থাকবে না। এখনই অবস্থান নাই, ভবিষ্যতেও থাকবে না। এই শহরের মানুষকে এত বেশি অত্যাচার করা হয়েছে যা বলার ভাষা নাই। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে দুই নম্বর রেলগেইটে দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফতুল্লা থানা বিএনপির রানিং কমিটির ভাইস প্রেসিডেন্টকে ডাইকা আইনা আপনি ইউনিয়নের চেয়ারম্যান বানাইলেন। আপনার লজ্জা করে না? আপনি বারবার বলেন যে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন। তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির লোকজনকে কেনো বসিয়েছেন? ফতুল্লার সেন্টু জীবনে কী জয় বাংলা বলবে? তাহলে কেনো তাকে চেয়ারম্যান বানালেন? চেয়ারম্যান বানাইলেন কিন্তু ভাড়ার লোক এনে আপনার করা মিছিলে তো সেন্টু আসলো না। আপনি টাকার বিনিময়ে মানুষকে দলে নিয়ে আসেন আবার টাকার বিনিময়ে আপনি মানুষের ক্ষতি করেন। এইসব কাজ থেকে বিরত থাকুন। আইভী বলেন, আপনার জন্য অনেকেই আমাদের সাথে এসে কাজ করতে ভয় পায়। আপনি দলের মধ্যে সবচেয়ে বেশি বিভেদ তৈরি করেন। আপনি জামাত-বিএনপিকে পেট্রোনাইজ করেন। আপনি হেফাজতের ফেরদৌসকে পেট্রোনাইজ করেন। তাকে আপনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন। আপনি এসব বন্ধ করেন। অন্যথায় আপনার পরিণতি খুব খারাপ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ