Sobujbangla.com | অসুস্থতার কাছে হার মানলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র।
News Head

অসুস্থতার কাছে হার মানলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র।

  |  ১৯:৫৭, আগস্ট ৩০, ২০২২

বিশ্বরেকর্ড গড়তে গতকাল সোমবার সকালে সিলেট থেকে ২৮৫ কিলোমিটার লক্ষ্য রেখে সাঁতার শুরু করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। কিন্তু ৮৩ কিলোমিটার সাতার কাটার পর অসুস্থতার কাছে হার মানতে হল একুশে পদক এই বীর মুক্তিযোদ্ধাকে।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে জাতীয় সাতারু ক্ষিতীন্দ্র বৈশ্যকে। মঙ্গলবার বিকাল সোয়া তিনটায় তিনি সাঁতার কেটে অসুস্থ বোধ করলে সুনামগঞ্জের আমবাড়ীবাজারস্থ সুরমা নদীর ঘাটে এসে যাত্রা বিরতি করেন তিনি। পরে তার সঙ্গে থাকা টিম সদস্যরা তাকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। ক্ষিতীন্দ্র বৈশ্য’র সঙ্গে থাকা সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। সাঁতার যাত্রায় থাকা নৌ-বাহিনীর এসআই আনোয়ার জানান, সোমবার সকাল ৬টায় সিলেটের কিন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর চাঁদনীঘাট থেকে সাঁতার শুরু করেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। বর্তমানে তিনি দোয়ারাবাজারের আমবাড়ি বাজারস্থ এলাকায় পৌঁছালে অসুস্থ বোধ করেন। এর আগে, গত ২৯ আগষ্ট সোমবার সকাল ৬টায় সিলেটের কিন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট থেকে সাঁতার শুরু করেন সাতারু ক্ষিতীন্দ্র বৈশ্য। একুশে পদকপ্রাপ্ত ৭১ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা সুরমা নদী থেকে যাত্রা শুরু করে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাবেন। ক্ষিতীন্দ্রের এই উদ্যোগে সহায়তা করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড। এ ছাড়াও সার্বিকভাবে তাকে সহযোগিতা করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ ও সিলেট সিভিল সার্জনের একটি দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ