Sobujbangla.com | আগামী ৫ দিনে আরও বাড়বে বৃষ্টিপাত।
News Head

আগামী ৫ দিনে আরও বাড়বে বৃষ্টিপাত।

  |  ১৯:৩৩, আগস্ট ২৯, ২০২২

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং  রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।  এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।  আগামী ২ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে ৫ দিনের মধ্যে বৃষ্টিপতের প্রবনতা আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাঙ্গামাটিতে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রাঙ্গামাটিতে ৭৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ