চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র ধর্ষণের শিকার ভারতীয় নারী।
এক নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সীমান্তে ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেফতার বিএসএফ সদস্যদের শনিবার (২৭ আগস্ট) সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। পশ্চিমবঙ্গ পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বাগদা সীমান্ত দিয়ে চোরাই পথে সন্তানসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন এক ভারতীয় নারী (২৩)। এ সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফের দুই সদস্যের হাতে ধরা পড়েন তিনি। এরপর সীমান্তলাগোয়া একটি ফসলখেতে নিয়ে তাকে ধর্ষণ করেন তারা। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যান। সেখানে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার জানান, শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে, গ্রেফতার বিএসএফ সদস্য আলতাফ হোসেন ও এস পি চেরোকে শনিবার (২৭ আগস্ট) বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতে পাঠান। ভুক্তভোগী নারী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।