Sobujbangla.com | ১৭ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হচ্ছে।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

১৭ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হচ্ছে।

  |  ২০:৪১, আগস্ট ২৬, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘১৭ আগস্ট সারা দেশে গ্রেনেড হামলা এবং একুশে আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনার পেছনের কুশীলব একই। এর পেছনে থেকে যারা ষড়যন্ত্র করেছে, তাদের খুঁজে বের করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। বিচারের মুখোমুখি করা হবে তাদের।’ শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের আয়োজনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট এবং একুশে আগস্ট’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘গ্রেনেড হামলার নারকীয় দৃশ্য আমাদের দেখতে হয়েছে। ১৭ আগস্ট দেশের ৬৩টি জায়গায় একসঙ্গে গ্রেনেড হামলা ঘটনা আপনারা দেখেছেন। মুফতি হান্নান গোপালগঞ্জে বোমা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উড়িয়ে দিতে চেয়েছিল। এই সব ঘটনার পেছনের বিষয় যদি খুঁজতে থাকেন, সবকটির কুশীলব কারা—সবই এক। কেন এই হত্যাকাণ্ড, কারা ষড়যন্ত্র করেছিল, কারা সুবিধাভোগী হয়েছে, কারা লাভবান হয়েছে; এসব বিষয় খুঁজে দেখা হচ্ছে।’ ‘নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘২০৪১ লক্ষ্য নিয়ে এ প্রজন্মকে কাজ করতে হবে। তাদের মেধা আরও বিকশিত করতে হবে, আরও শক্তিশালী হতে হবে। আজ যারা ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছে, তারা এ কাজটি করতে পারবে বলে মনে করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ