Sobujbangla.com | মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মো. রুহুল আমিন।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মো. রুহুল আমিন।

  |  ২০:৩৫, আগস্ট ২৬, ২০২২

সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড-২০২২’ পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মো. রুহুল আমিন। ক্রীড়া জগতে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওই একই সম্মননা পেয়েছেন কলকাতার ঐতিহ্যমণ্ডিত ফুটবল ক্লাব ‘ইস্ট বেঙ্গল ক্লাব’। মাদার তেরেসার ১১২তম জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সেন্ট জেমস স্কুল অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। রুহুল আমিনের হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি শ্যামল সেন, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. বসির উদ্দিন, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. টি. এইচ আয়ারল্যান্ড। একইসঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের হাতেও এই পুরস্কার তুলে দেয়া হয়। পরে রুহুল আমিন জানান, এটি একটি বিরল সম্মান। মাদার তেরেসার নামাঙ্কিত এই পুরস্কার পেয়ে সত্যিই আমি আনন্দিত। কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের কাউন্সিলর (কনস্যুলার) বসির উদ্দিন বলেন, নোবেলজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তি মাদার তেরেসার নামে এমন একটি পুরস্কার দেয়া হচ্ছে এবং সেই একটি অনুষ্ঠানে আমি আজ আমন্ত্রিত হতে পেরে খুব সম্মানিতবোধ করছি। এছাড়া নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক আওয়ার্ড-২০২২’  পেয়েছেন প্রশাসক ইন্দ্রজিৎ দাসগুপ্ত, ব্রততী ভট্টাচার্য ও সত্যজিৎ ব্যনার্জি। শিক্ষাবিদ রাচেল ইলিয়াস, হরসিৎ চোকানি, চিকিৎসক ডা. সুমিত পোদ্দার, সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন বসু, শিল্পপতি প্রদীপ কুমার হাজরা। সামাজিক ক্ষেত্রে এই সম্মাননা পেয়েছেন সান্তনু সিংহ ও মুকেশ গুপ্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ