ভয়াবহ দানবীয় সরকার সব কিছু দুমড়ে মুচড়ে ফেলছে: ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভয়াবহ দানবীয় সরকার সব কিছু দুমড়ে মুচড়ে ফেলছে। ক্ষমতাসীনদের পরাজিত করাই এখন লক্ষ্য। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ইভিএমে নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, দলটির নেতা-কর্মীরা। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ভোট চুরি করে আবারো ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। এজন্যই দলটির ইভিএমে এতো আগ্রহ। তবে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নজরুল চর্চার ঘাটতি আছে। এটা সংকীর্ণতা ও দেশের মানুষকে ভুল দিকে নিয়ে যাওয়ার অংশ। নির্যাতিত মানুষের পক্ষে জনমত গঠন এবং আন্দোলনের কথাও বলেন, মির্জা ফখরুল। আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণেই দেশের এই ভয়াবহ অবস্থা বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।