Sobujbangla.com | চরম সঙ্কটে চা শিল্প।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

চরম সঙ্কটে চা শিল্প।

  |  ১৯:২৩, আগস্ট ২৬, ২০২২

দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে ১৪তম দিনের মতো টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। তবে এখন পর্যন্ত তাদের দাবি পুরণে কোন উদ্যোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে চা শিল্পে বিরাজ করছে অচালবস্থা। শুক্রবারও যথারীতি কাজে যোগ দেননি শ্রমিকরা। বন্ধ ফ্যাক্টরিগুলোও। তবে, শুক্রবার কোনো বিক্ষোভ কর্মসূচি নেই। চুক্তি নবায়ন ও দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের সাথে কয়েকদফা বৈঠক ও আলোচনা হলেও ৩০০ টাকা মজুরি নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। এদিকে, শনিবার প্রধানমন্ত্রীর সাথে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকরা জানান, কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন তারা।। উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরীর দাবীতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরী বাড়িয়ে ১৪৫টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবী না মানায় চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ