ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক ও তার ভাইকে মারধর।
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক সাব্বির ও তার ভাইকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ আগস্ট) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহমেদ জানান, রোববার সন্ধ্যায় তিনি ও তার ছোট ভাই কামারপাড়া উত্তরণ প্রজেক্টে হাঁটতে বেরিয়েছিলেন। জেভিয়ার্স বিল্ডিংয়ের সামনে তখন দুই মেয়ের পথ রোধ করে ইভটিজিং করছিল তিন বখাটে। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করে মেয়ে দুটিকে রক্ষা করতে এগিয়ে যায় সাব্বির ও তার ভাই ইমন। বখাটেরা কিশোর গ্যাংয়ের অপর সদস্যদের ফোন দিয়ে ঘটনাস্থলে ডেকে আনে। প্রায় ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা ও মারধর করে। তিনি আরও বলেন, তার ছোট ভাই ইমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তরার একটি বেসরকারি মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।