Sobujbangla.com | ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক ও তার ভাইকে মারধর।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক ও তার ভাইকে মারধর।

  |  ২০:১০, আগস্ট ২১, ২০২২

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক সাব্বির ও তার ভাইকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ আগস্ট) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহমেদ জানান, রোববার সন্ধ্যায় তিনি ও তার ছোট ভাই কামারপাড়া উত্তরণ প্রজেক্টে হাঁটতে বেরিয়েছিলেন। জেভিয়ার্স বিল্ডিংয়ের সামনে তখন দুই মেয়ের পথ রোধ করে ইভটিজিং করছিল তিন বখাটে। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করে মেয়ে দুটিকে রক্ষা করতে এগিয়ে যায় সাব্বির ও তার ভাই ইমন। বখাটেরা কিশোর গ্যাংয়ের অপর সদস্যদের ফোন দিয়ে ঘটনাস্থলে ডেকে আনে। প্রায় ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা ও মারধর করে। তিনি আরও বলেন, তার ছোট ভাই ইমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তরার একটি বেসরকারি মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ