২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।
দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুসহ বিভিন্ন ইস্যুতে আগামী ২২ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিলসহ লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি। শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে ফরিদপুর বিভাগীয় বিএনপির সমন্বয় সভায় এ ঘোষণা দেন ফরিদপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর এ সদস্য বলেন, জ্বালানি তেলের দাম, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তিসহ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ওই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, কর্মসূচিতে সারাদেশে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ, মিছিলের আয়োজন করা হবে। ওই আন্দোলনে সব বাধা উপেক্ষা করে মাঠে থাকবে বিএনপি। এ সময় কেন্দ্রীয় বিএনপিসহ রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুরের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।