এবার রিজার্ভ সংকটে ভুটান, গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা।
শ্রীলঙ্কার পর এবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চাপে পড়েছে ভুটান। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্যহারে। রাষ্ট্রীয় ব্যয় কমাতে এরইমধ্যে আমদানিতে নানা বিধিনিষেধ জারি করতে চলেছে দেশটির সরকার। ভুটানের রয়্যাল মনিটারি অথরিটি দ্বারা গত মাসে প্রকাশিত তথ্য অনুসারে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ৯৭০ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালের এপ্রিলে ছিল এক দশমিক ৪৬ বিলিয়ন ডলার। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে ইউটিলিটি যানবাহন, ভারী আর্থমাভিং মেশিন এবং কৃষি যন্ত্রপাতি ব্যতীত সমস্ত যানবাহন আমদানি নিষিদ্ধ করতে চলেছে ভুটান। অর্থ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বলেছে, শুধুমাত্র ২০ হাজার ডলারের কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে এবং পর্যটনের ব্যবহার ও প্রচারের জন্য সেগুলোকে ছাড় দেওয়া হবে। আরও পড়ুন: এক বুক আশা নিয়ে অপেক্ষায় নিখোঁজ জেলেদের স্বজনরা মাত্র আট লাখ জনসংখ্যার দেশটির অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর। গেলো দুই বছর করোনার কারণে কমেছে পর্যটন। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গম ও তেলের দাম বৃদ্ধি পাওায় দেখা দিয়েছে রিজার্ভ ঘাটতি। ভুটানের দৈনিক কুয়েনসেল সংবাদপত্র বলছে, গত বছরের জুন মাস থেকে ভুটান আট হাজারেরও বেশি-বিদেশি গাড়ি আমদানি করেছে। বৈদেশিক মুদ্রা কমে আসার প্রধান কারণগুলোর মধ্যে এটি অন্যতম বলে ধারণা সংশ্লিষ্টদের।