Sobujbangla.com | আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কাইয়ুম চৌধুরী।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কাইয়ুম চৌধুরী।

  |  ২০:০০, আগস্ট ১৯, ২০২২

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তেল, গ্যাস, বিদ্যুৎ খাতে আওয়ামীলীগের ব্যাপক লুটপাটের কারনে দেশ আজ গভীর সংকটে। দ্রব্যমূল্যের কারনে দেশের মানুষ আজ দিশেহারা। আওয়ামীলীগের দুঃশানের ফলে দেশে চলমান অস্থিতিশীলতার ফলে আগামী ২২ আগষ্ট থেকে বিএনপির লাগাতার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির সাথে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামতে শুরু করেছে। আধার যত গভীর হয় ভোর তত নিকটবর্তী। আওয়ামীলীগের দিন শেষ হয়ে যাচ্ছে। সময় আর বেশী বাকি নেই। নিরবিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির নেতা এডভোকেট মুজিবুর রহমান, রফিকুল ইসলাম শাহপরান, বিএনপি আব্দুল লতিফ খান, বদরুল ইসলাম জয়দু, হাজী আসাদ, এম শহিদ পংকি, লোকমান আহমদ, বজলুর রহমান ফয়েজ, আশরাফুল ইসলাম বাহার, মকসুদ আহমদ, মনিরুল ইসলাম তুরন, অলিউর রহমান ওলি, আতাউর রহমান আতা, সুহেল ইবনে রাজা, মকসুদুল করিম নুহেল, সোনাহর আলী সুহেল, বখতিয়ার আহমদ ইমরান, হাজী পাবেল, আম-মামুন, রায়হানুল হক, শামসুর রহমান শামীম, লতফুর রহমান, শামসুর রহমান সুজা, আমিনুর রহমান সাজু, আল আমিন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ