Sobujbangla.com | অতিরিক্ত পুলিশ সুপারের বিচারের দাবিতে বরগুনায় আ.লীগের বিক্ষোভ।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

অতিরিক্ত পুলিশ সুপারের বিচারের দাবিতে বরগুনায় আ.লীগের বিক্ষোভ।

  |  ১৯:৩৮, আগস্ট ১৬, ২০২২

বরগুনায় ছাত্রলীগ নেতা–কর্মীদের পুলিশের লাঠিপেটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় বরগুনা থেকে প্রত্যাহার করে নেওয়া অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ সমাবেশে ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘এই মহররম (অতিরিক্ত পুলিশ সুপার) ছাত্রদলের কর্মী ছিলেন, তার বাবা-চাচা বিএনপির নেতা ছিলেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগকে পিটিয়েছেন। শুধু বদলি করলেই হবে না মহররমের বরখাস্ত এবং বিচার করতে হবে।’ ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘কালকের (সোমবার) ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের ছেলেদের কোনো দোষ ছিল না, তবুও নির্বিচারে পেটানো হয়েছে তাদের। মহররম আলীর নেতৃত্বে পুলিশ এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে। আমরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চাই। এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ভার বহন করবে জেলা আওয়ামী লীগ।’ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন, পৌর মেয়র কামরুল আহসান, সাংগাঠনিক সম্পাদক গোলাম সারোয়ার প্রমুখ। সোমবার বরগুনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের শোকমিছিলে আরেক পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনার সময় ইটপাটকেলে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় পুলিশ ছাত্রলীগের ওই পক্ষকে নিবৃত্ত করতে বেধড়ক লাঠিপেটা করে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ ঘটনা তদন্তে ১৫ আগস্ট দিবাগত রাতেই পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ