দক্ষিণ সুরমায় জেলা মহিলা দলের বস্ত্র বিতরণ।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী বলেছেন, নিশিরাতে জনগনের ভোটাধিকার হরণ করে জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে রাখা আওয়ামীলীগ গত ১৩ বছরে বার বার গনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তারা এই সময়ে বার বার তেল, গ্যাস, বিদ্যুত সহ নিত্যপন্যের দাম বাড়িয়েছে। সবশেষে তেলের যে দাম বাড়িয়েছে তা নজিরবিহীন। নিত্যপন্যের বাজার আজ সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে। জনগন আওয়ামীলীগকে ভোট দেয়নি, এজন্য তারা জনগনকে ভাতে মারতে চায়। তারা জনগনের মুখের ভাষা বুঝে না। প্রতিবাদ করলে রাজপথে নির্বিচারে হত্যকান্ড চালায়। এসব হত্যাকাণ্ড চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। আওয়ামীলীগ ভয়াবহ লুটপাট চালিয়ে দেশকে শ্রীলঙ্কার দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বিএনপির নির্দেশনায় ও জেলা মহিলা দলের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ নারী ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী গুকজার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ন সম্পাদক সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলোট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, জেলা বিএনপি নেতা এনামুল হক মাক্কু, জেলা মহিলা দলের সহ-দপ্তর সম্পাদক জাহরা আহাদ রুবিন, জেলা মহিলা দল নেত্রী চৌধুরী জান্নাত জামান। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সোনা মিয়া, আব্দুল বাসিত, ফয়সল আহমদ, নুর আলী, শামসুদ্দিন শুভ, সৈয়দ সাইফুর রহমান, রৌসন আলী, আমির আলী, নুর হোসেন, শামীম আহমদ প্রমুখ।