জকিগঞ্জে অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
জকিগঞ্জে অনুশীলনকালে দুর্ঘটচনায় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির এক সদস্য মারা গেছেন। নিহত নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি)সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালি জেলার পাক মুন্সিরহাটে। রোববার সকালে এদুর্ঘটনা ঘটে। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত থাকাবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন অন্য বিজিবি সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মারা যাওয়া উক্ত সৈনিকের মৃতদেহ তার নিজ বাড়ীতে ফ্রিজার গাড়ি দিয়ে প্রেরণ করা হচ্ছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।