টুঙ্গিপাড়ায় অন্যরকম একটি দিন কাটালেন প্রধানমন্ত্রী।
ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা বহুমুখী সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারিবারিক সফর হলেও, পথে পথে ছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। টুঙ্গিপাড়ায় দুপুরের খাবার সেরে সড়কপথে আবারও ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ আগস্ট) ছুটির দিনে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার এই সফর ছিলো একান্তই পারিবারিক। কিন্তু পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন এমন খবরে সকালে হাজারও নেতাকর্মী রাস্তার দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোটবোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী, তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এরপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। দুপুরের পর আবার সড়কপথেই ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী। গেলো ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর সড়কপথে টুঙ্গিপাড়ায় এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর।