ঝিনাইদহে তেল কম দেওয়ায় দুই পাম্পকে ১ লাখ টাকা জরিমানা।
প্রকাশিত হয়েছে | ১৯:১৮, আগস্ট ১১, ২০২২
ঝিনাইদহে মাপে কম দেওয়ায় দুই তেল পাম্পকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ঝিনাইদহ র্যাব-৬ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ সময় ঝিনাইদহের ইউসুফ ফিলিং স্টেশন ও কালীগঞ্জ উপজেলার মোচিক সমবায় ফুয়েল সার্ভিসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক ও ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল জানান, তেল কম দেয়ার অপরাধে দুই পাম্প ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তেল সরবরাহ করা মেশিন ঠিক করে দেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ