Sobujbangla.com | মৌলভীবাজারে মাংকিপক্স নিয়ে সতর্কতা।
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

মৌলভীবাজারে মাংকিপক্স নিয়ে সতর্কতা।

  |  ০৬:৫৩, আগস্ট ০৪, ২০২২

বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে প্রতিবেশী ভারতে শনাক্ত হয়েছে ভাইরাস মাংকিপক্স। এরই মধ্যে দেশটির কেরেলা রাজ্যে একজন মারা গেছেন। এছাড়াও দেশটির আরও পাঁচ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এমতবস্থায় দেশের সীমান্তবর্তী জেলাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এজন্য সীমান্তের জেলাগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। মৌলভীবাজার জেলাতেও মাংকিপক্স প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সন্ধ্যায় বলেন, মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালসহ সবকটি হাসপাতালের মেডিক্যাল অফিসারদের নিয়ে মাংকিপক্সের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতে মাংকিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় সীমান্ত ঘেঁষা জেলাগুলো ঝুঁকিতে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনও নির্দেশনা আসেনি। জানা যায়, ভারতের সঙ্গে মৌলভীবাজারের প্রায় ২৫৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এরমধ্যে শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত এলাকা, কুলাউড়ার চাতলাপুর ও কমলগঞ্জের কুরমা এবং জুড়ী উপজেলার রাঘনা বটুলি সীমান্ত চেকপোস্ট হয়ে দুই দেশের মানুষ নিয়মিত যাতায়াত করেন বৈধ এবং অবৈধভাবে। দুই দেশের বৈধ যাত্রীদের চেকপোস্টে স্ক্যান করা জরুরি বলেও মনে করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ