১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের উর্ধ্বগতির মধ্যেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি দাম কমিয়েছে সরকার। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। যা জুলাইয়ে ছিল ১ হাজার ২৫৪ টাকা। মঙ্গলবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এ দামের ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল জলিল। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে। এসময় বিইআরসি চেয়ারম্যান জানান, এই মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৭১ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৬ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা। এছাড়াও দরে কোন পরিবর্তন না থাকায় চলতি মাসে সরকারি এলপিজির দাম অপরবির্তত থাকছে।