৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ।
ভোট কারচুপি বন্ধে ৩০০ আসনেই ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ। এসময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়, ভোট কারচুপি বন্ধে ইভিএমের বিকল্প নেই। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন ছাড়া অন্য কোনভাবে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনকে রাজনীতিকরণ করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির কাজ দেশের নির্বাচন ব্যবস্থা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কমিশনের অধীনে। কমিশন নিরপেক্ষ হলে সরকারের কিছু করার থাকে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে, নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।