Sobujbangla.com | পিকআপ ভর্তি মাধ্যমিকের বই বিক্রি, আটক ২
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

পিকআপ ভর্তি মাধ্যমিকের বই বিক্রি, আটক ২

  |  ১৯:৫৩, জুলাই ৩০, ২০২২

গোয়াইনঘাটের মাধ্যমিকের সরকারি বিভিন্ন শ্রেণির পাঠ্যবইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়। শনিবার নগরের কাজিরাবাজার এলাকা থেকে বইসহ পিকআপটি জব্দ করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বই ভর্তি পিকআপসহ দুজনকে আটক করা হয়। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী শাহাব উদ্দিন গোডাউন থেকে বইগুলো বিক্রি করে দিয়েছিলেন। শনিবার সকালে ওই নৈশপ্রহরীকে জিজ্ঞাস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে তিনি বন্যার পানিতে ভিজে যাওয়া কিছু বই বিক্রি করে দিয়েছেন বলে স্বীকার করেন। এ ঘটনা ক্ষতিয়ে দেখতে জেলা শিক্ষা অফিস থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াদুদ বলেন, বইগুলো গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নিয়ে আসা হয়েছে বলে খবর পেরেছি। ওই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি হয়ে গেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন অ্যাকাডেমিক সুপারভাইজার। তিনি বলেন, নৈশপ্রহরী বইগুলো বিক্রি করেছেন। বইগুলো বন্যার পানিতে ভিজে গিয়েছিল। কিন্তু সেগুলো নৈশপ্রহরীর বিক্রি করার কথা নয়। একটি কমিটির মাধ্যমে নষ্ট বই একত্র করে বিক্রির পর সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ