বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে!
চড়া চুক্তিতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্রীড়াবিষয়ক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে,ইতোমধ্যে লস ব্লাঙ্কোদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন তিনি। বছরে ৫০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে সেখানে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিতে আছেন এমবাপ্পে। চুক্তি নবায়নের জন্য তাকে প্রস্তাবও দিয়েছে ফরাসি ক্লাবটি। তবে রিয়ালে যাওয়ার জন্য তা প্রত্যাখ্যান করেছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের মতে, এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতি মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপ্পে। এমনটি হলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বনে যাবেন তিনি। মার্কার প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে। তবে রিয়াল ও পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ শেষ না হওয়ার আগে তা আনুষ্ঠানিকভাবে জানাবে না তারা। বিল্ডের দাবি, এমবাপ্পের সঙ্গে চুক্তি বাড়ানোর সব আশা ছেড়ে দিয়েছে লিগ ওয়ান ক্লাবটি। এরই মধ্যে তাদের একাধিক প্রচেষ্টা ভেস্তে গেছে। যদিও ২৩ বছর বয়সী ফুটবলার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন পিএসজির হয়ে শিরোপা জয়ে মনোযোগ দিচ্ছেন তিনি।