সিলেটে রাত পোহালেই ১৫ ইউনিয়নে ভোট
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠে বিএনপি নেই। তবে সিলেটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি একাধিক ইউপিতে চেয়ারম্যান পদে আছে নৌকার ‘বিন্দ্রোহী’ প্রার্থী। কিছু ইউপিতে বিএনপির নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। ফলে প্রায় সবগুলো ইউপিতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সোমবার সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে এসব ইউনিয়নে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নগুলোতে চলবে টানা ভোটগ্রহণ। এদিকে, সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৪ জন পুলিশ ও প্রতি ৩ কেন্দ্রে ৫ সদস্যের ১টি করে মোবাইল টিম থাকবে। ১৫টি ইউনিয়নে মোট ৫০টি মোবাইল টিম থাকবে। পুলিশের পাশাপাশি র্যাবের ৫টি টিম, ৪ প্লাটুন বিজিবি, প্রতি উপজেলায় ২ জন করে বিচারিক ও ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সিলেটে যেসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো- সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, উছমানপুর ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদ। প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ ছিল ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি ও ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়।