Sobujbangla.com | শিল্পীদের যারা ছোটলোক বলে তাদের কেন ভোট দেবে, প্রশ্ন রিয়াজের
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

শিল্পীদের যারা ছোটলোক বলে তাদের কেন ভোট দেবে, প্রশ্ন রিয়াজের

  |  ২১:৩৭, জানুয়ারি ২১, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। চলচ্চিত্র শিল্পীদের পদচারণায় মুখরিত এফডিসি প্রাঙ্গণ। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এফডিসিতে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, অপরপক্ষ(মিশা-জায়েদ প্যানেল) অজুহাত খুঁজছে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে যাওয়ার। ইলেকশন কমিশন যদি আরেকটি তফসিলের সুযোগ দিত, প্রতিপক্ষের অনেকেই মনোনয়ন ফেরত নিত। রিয়াজ বলেন, স্বল্প আয়ের শিল্পীরাও মানুষ। তাদেরকে আমরা কখনোই ছোটলোক বলিনি। আমার মনে হয়, শিল্পীদের যারা ছোটলোক বলে, তাদেরকে শিল্পীরা কেন ভোট দেবে। তারা আর প্রতারিত হতে চায় না। আমরা যখন এফডিসিতে শিল্পীদের জন্য সহায়তা নিয়ে এসেছিলাম, তখন ঢুকতে দেয়া হয়নি। যাদের প্রয়োজন তাদেরকে দেয়া হয়েছে। আমরা চেয়ারের জন্য শিল্পীদের ক্যামেরার সামনে সাহায্য দিব, সেটা ঠিক হবে না। আমরা ক্যামেরার পিছনে কাজ করেছি। জয়ের ব্যাপারে আমরা সাংঘাতিকভাবে আশাবাদী। আমরা কাজকে ভাগ করে নিয়েছি। আমরা সবাই মিলে কাজ করছি। নিপুণের ৫০টি ছবি বানানোর ঘোষণা নিয়ে মিশা সওদাগরের মন্তব্যের জবাব দিয়ে রিয়াজ বলেন, প্রযোজক-পরিচালক সবাইকে এফডিসিতে বাজেয়াপ্ত করে রেখেছে একটি প্যানেল। তাহলে সিনেমা হবে কিভাবে। আমরা সবাইকে নিয়ে কাজ করব বলেছি। আমরা শিল্পী সমিতির নির্বাচনে সবাইকে নিয়ে কাজ করব। আশা করি মিশা ভাই এখন রিলেক্স করবে। তারপর বুঝতে পারবে, আমরা কিভাবে বছরে ৫০-৬০টি ছবি নির্মাণ করব। রিয়াজ আরও বলেন, তারা মুখে অনেক বড় কথা বলেন। শিল্পীদের আবাসনের ব্যবস্থা করেন। কিন্তু এফডিসিতে এসে কিছু দেখি না। এফডিসিতে যে মোল্লা ভাই মুড়ি বিক্রী করত, তাকেও মুড়ির টিন গুছিয়ে তাদের সময়ে চলে যেতে হয়েছে। এবারের শিল্পী সমিতির নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। যার একটি পক্ষে রয়েছে কাঞ্চন-নিপুণ এবং অপর পক্ষে রয়েছে মিশা-জায়েদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ