বিপিএল উন্মাদনা শুরু আজ
দীর্ঘ দুই বছর পর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আজ (শুক্রবার)। মোট ছয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের টুর্নামেন্ট। স্বাভাকিভাবেই বিপিএল উন্মাদনায় মেতে উঠবেন দেশের ক্রিকেটপ্রেমীরা। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মোকাবেলা করবে ফরচুন বরিশাল। খেলা শুরু হবে দুপুর দেড়টায়। এর মধ্য দিয়েই পর্দা উঠবে টুর্নামেন্টের অষ্টম আসরের। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা এবং খুলনা টাইগার্স। খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।দুটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য দুই দল হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। শেরেবাংলা ছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। করোনার কারণে গত দুই বছর বিপিএল আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় এবার টুর্নামেন্ট গড়াচ্ছে। এরই মধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং অন্যান্য স্টোকহোল্ডাররা বায়োবাবলে প্রবেশ করেছেন। এর আগে বিসিবি মেডিকেল টিম তাদের ঘন ঘন পরীক্ষা করেছে। এক্ষেত্রে কিছু খেলোয়াড় এবং কর্মকর্তাদের কোভিড পজিটিভ পাওয়া গেছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ২০২২ বিপিএলের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস এবং পাওয়ার স্পন্সর ওয়ালটন। ২৭ দিনে প্লে অফ ও ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা এবং রানার্স আপ পাবে ৫০ লাখ টাকা। টুর্নামেন্ট মাতাতে এসেছেন আন্দ্রে রাসেল, ফাফ ড-প্লেসিস, মঈন আলি, সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলের মতো তারকারা।দেশে করোনা সংক্রমণ বাড়ায় দর্শক ছাড়া ফাঁকা স্টেডিয়ামে হবে এবারের বিপিএল। তবু উন্মাদনা কম হবে না বলে জানিয়েছে বিসিবি।