দেশের সব আদালতকে ডিজিটালাইজড করার পরামর্শ রাষ্ট্রপতির
রায়ের জন্য যাতে বিচারপ্রার্থীদের আদালতের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সেজন্য বিচারকদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সুপ্রিম কোর্ট দিবসের আলোচনায় তিনি সারা দেশের আদালতগুলো ডিজিটালাইজড করার ওপর জোর দেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট। কিন্তু ওই দিন ছুটি থাকায় ১৮ ডিসেম্বর শুরু হয় কার্যক্রম। যা উদ্বোধন করতে প্রথমবার সুপ্রিম কোর্টে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার ৪৫ বছর পর ২০১৭ সালে প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত হয়। শনিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট জাজেস কমপ্লেক্সে পালিত হয় সুপ্রিম কোর্ট দিবস। যাতে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, সংশোধিত সাক্ষ্য আইনে সব প্রযুক্তি ব্যবহারের সুযোগ আসছে। আর আইনমন্ত্রীর মতে, বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন।