কিংসের আধিপত্য ভেঙে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন আবাহনী
দীর্ঘ এ সময়ে দুইবার ফাইনালে উঠেও শিরোপা উদ্ধার করতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। অবশেষে সফল আকাশী-নীলরা। ফাইনালের মঞ্চে আবাহনীর প্রতিপক্ষ ছিল বসুন্ধরা কিংস। ফাইনালে গোলশূন্য শেষ হয়েছিল প্রথমার্ধ। ৫৩ মিনিটে রাফায়েল অগাস্টিনের দর্শনীয় প্লেসিংয়ে গোল করেন আবহনীর রাকিব হোসেন। ৬১ মিনিটে ব্রাজিলিয়ান গোমেজ পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৭২ মিনিটে কিংসের জাল কাঁপিয়ে আবাহনীকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান গোমেজ। এদিকে পিছিয়ে পড়া বসুন্ধরা বাকি সময় চেষ্টা করে ম্যাচে ফিরতে পারেনি। ২০১৮ সালে ফেডারেশন কাপের ফাইনালের পর আবাহনী বসুন্ধরা কিংসকে আর কোনো প্রতিযোগিতায় হারাতে পারেনি। এ জয়ে আবাহনী ৩১ বছর পর স্বাধীনতা কাপের শিরোপা পুনরুদ্ধার করল। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের একক আধিপত্যের ছেদ ঘটাল আকাশী-নীল শিবির। দীর্ঘ তিন দশক পর স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা উদ্ধার করল আবাহনী