Sobujbangla.com | বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুন, নিহত ১৩
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুন, নিহত ১৩

  |  ১০:০৯, ফেব্রুয়ারি ১১, ২০১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষের পর আগুন ধরে ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গজারিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৩৫ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ডা. গোলাম রসুল নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি নড়াইল থেকে ঢাকা কর্মস্থলে ফিরছিলেন। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এইচ নাসিম জানান, হানিফ পরিবহনের একটি বাস নড়াইল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। ভাঙ্গা থেকে ১০ থেকে ১২ কিলোমিটার আগে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই উভয় পরিবহনের চালকসহ ১৩ জনের মৃত্যু হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর রাত সাড়ে তিনটা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় প্রান্তে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ