রোহিত-রাহুলের ব্যাটে চড়ে ভারতের সিরিজ জয়।
তিন ম্যাচের সিরিজে প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি কিউইরা। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। কিউইদের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। শুক্রবার (১৯ নভেম্বর) রাঁচিতে অনুষ্ঠিত হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। ভারতীয় বোলার হার্শাল প্যাটেল নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। ভারত ১৫৪ রানের লক্ষ্য ব্যাট করতে নামে। ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল দু’জনের ব্যাটেই গড়ে ওঠে ১১৭ রানের জুটি। ৪৯ বলে ৬৫ রান করেন লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। রোহিত শর্মা ৩৬ বলে ৫৫ রান করেন। ৫টি ছক্কার মার মারেন তিনি। বাউন্ডারি মারেন ১টি।