বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সাকিব-মুশফিক-সাইফউদ্দিনের শূন্যতায় তরুণদের জ্বলে ওঠার সুযোগ। এদিকে, বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চায় পাকিস্তান। ম্যাচের আগের দিন দল ঘোষণা করে নির্ভার সফরকারীরা।মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দুইটায়। বিশ্বকাপে ভরাডুবিতে দলে বড়সড় রদবদল। মুশফিককে ছেঁটে ফেলে ভিন্ন বার্তা দিয়েছে ম্যানেজমেন্ট। এ নিয়ে দলের মধ্যে চাপা অসন্তোষ। কিন্তু প্রকাশ্যে আসেনি কেউই। অধিনায়ক মাহমুদউল্লাও মুখ খুললেন না। মনোযোগের পুরোটা ম্যাচকে ঘিরে। সিনিয়রদের শূন্যতায় পাকিস্তান সিরিজ তরুণদের জন্য প্রমাণের মঞ্চ। ১৬ জনের দলে ছয় নতুনের চারজনের নেই টি-টোয়েন্টির অভিজ্ঞতা। তারপরও ওদের উপর রয়েছে মাহমুদউল্লাহর অগাদ আত্মবিশ্বাস। ইনফর্ম পাকিস্তান, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। পুরো শক্তির দল নিয়ে শতভাগ জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া বাবরের দল। উড়তে থাকা দলটা ম্যাচের আগেরদিন ১২ জনের দল ঘোষণা করে, চাপহীন থেকেছে। মিরপুরের উইকেটে প্রমাণের সুযোগ করে দিচ্ছে তরুণদের। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, বিশ্বকাপের মোমেন্টাম ধরে রেখে খেলতে চাই। পাশাপাশি আমরা আমাদের বেঞ্চের খেলোয়াড়দেরও সুযোগ দিতে চাই। তাই ম্যাচে আমরা চারটা পরিবর্তন এনেছি। বাংলাদেশ ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। তাই তাদেরকে সহজভাবে নেয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তৃতীয় প্রতিপক্ষ উইকেট। আগের দুই সিরিজের মতো উইকেট হচ্ছে না, এটা নিশ্চত। তারপরও খুটিয়ে খুটিয়ে উইকেটে দেখে স্বস্তি খুঁজে নিচ্ছেন মাহমুদউল্লাহ-সুজন। করোনাকালে বাংলাদেশ একাধিক ক্রিকেট সিরিজ খেলেছে শূন্য গ্যালারিতে। সে কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে স্বাক্ষী হতে পারেননি টাইগার ভক্তরা। করোনা নিয়ন্ত্রনে থাকায় পাকিস্তান সিরিজে ধারণক্ষমতার অর্ধেক টিকিট ছেড়েছে বিসিবি। সকাল থেকেই মিরপুর ইনডোরের বুথে ছিল ব্যাপক ভিড়।