Sobujbangla.com | বাড়িতে মাদকের আসর, স্ত্রীর অভিযোগে স্বামীসহ আটক ২
News Head
 আবারও সহযোগিতা করল যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার অজিত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের, সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার। পুলিশের ওপেন হাউজডে-মতবিনিময় সভা দোয়ারাবাজারে । সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈনকে ছেড়ে দেয়ায় সিলেট ক্ষোভ। ৮ দফা দাবিতে সিলেটে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গ্রেফতার ২ ধর্ষণ স্কুলছাত্রী অভিযোগে কমলগঞ্জে। উনিশ উপজেলার নির্বাচন স্থগিত। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত ৩৫ হাজার ঘরবাড়ি’। এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন। সিলেটে ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি ফ্লাইট।

বাড়িতে মাদকের আসর, স্ত্রীর অভিযোগে স্বামীসহ আটক ২

  |  ১৯:৪৯, অক্টোবর ২০, ২০২১

দিনাজপুরের হিলিতে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে নিয়মিত ইয়াবার আসর বসাতেন আব্দুল হাকিম (৪০) নামের এক ব্যক্তি। স্বামীকে ভালো করতে মাদকের নেশা ছাড়াতে স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে স্বামীসহ দু‘জনকে আটক করে পুলিশ। পরে তাদের দু‘জনকে তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এর আগে হিলির চণ্ডিপুর এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- হিলির চণ্ডিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে আব্দুল হাকিম (৪০), হরিহরপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে ছবুর মিয়া (৩২), ফকিরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জাকারিয়া হোসেন (২৬), উত্তর বাসুদেবপুর গ্রামের মেহের আলীর ছেলে মেহেদী হাসান (২৫)। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, প্রতিদিন নিজ বাড়িতে বন্ধুদের নিয়ে রীতিমত আসর বসিয়ে মাদক সেবন করেন আব্দুল হাকিম। স্ত্রীর এমন অভিযোগের ভিত্তিতে আজ ওই বাড়িতে অভিযান চালানো হয়। মাদক সেবনরত অবস্থায় আব্দুল হাকিম ও ছবুর নামের দু’জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দু’জনকেই তিন মাস করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে আদালত। এছাড়া ফকিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মেহেদি হাসান ও জাকারিয়া হোসেন নামের আরও দু’জনকে আটক করা হয়। এ সময় তাদেরকে এক মাস করে কারাদণ্ড ও ৫শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করে আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ